করোনা আবহে অফিসে পোশাক যেমন হবে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ১০:৩১ এএম

করোনার সংক্রমণ বাড়ছে বিশ্বজুড়েই। নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণে আতঙ্ক এখন দেশেও। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনেই  স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। তাই কর্মমুখী মানুষ ব্যস্ততা ঘাড়ে নিয়েই ছুটে চলছে। এই পরিস্থিতিতে স𓆉ুস্থ থাকতে নিজেদেরই সচেতন হতে হবে। চলাফেরাসহ পোশাকেও মানতে হবে স্বাস্থ্যবিধি।

করোনার আবহে অফিসে বা কর্মক্🐻ষেত্রে যেতে কী ধরনের পোশাক পরলে তা আপনার জন্য ভালো হবে, তারই কিছু প🎀রামর্শ থাকছে আজকের আয়োজনে_

  • করোনা পরিস্থিতিতে সংক্রমণ এড়ানোর জন্য় শরীরের অধিকাংশ অংশ ঢেকে রাখুন। শীতকালে আপনি ফুল স্লিভ পোশাক পরতে পারেন। অফিসের জন্য় ফর্মাল ডিজাইন বেছে নিন। ফুল স্লিভ কুর্তাও পরতে পারেন। ছেলেরা অফিসে সোয়েট শার্ট, ফুল স্লিভ টি-শার্ট পরতে পারেন। হাত ঢাকা থাকবে। এতে সংক্রমণের শঙ্কাও কমবে।
  • নাক, চোখ, মুখে সরাসরি হাত না দেওয়াই ভালো। তাই যাতায়াতের সময় অবশ্য়ই গ্লোভস ব্যবহার করুন। যেখানে সেখানে হাত দিয়ে ফেললেও সংক্রমণের শঙ্কা অনেকাংশে কমে যাবে।
  • কর্মক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। সাধারণ মাস্ক না পরে অবশ্যই এন-৯৫ মাস্ক পরার চেষ্টা করুন। এতে সুরক্ষা বেশি হবে।
  • শীতকালে অনেকেই স্কার্ফ ব্যবহার করেন। স্কার্ফ পরলে আপনার গলাও ঠান্ডা থেকে  সুরক্ষিত থাকবে। স্কার্ফ পরলে আপনাকে স্টাইলিশও দেখাবে। করোনা পরিস্থিতিতে এই স্কার্ফ আপনাকে সুরক্ষা দিবে। গলায় স্কার্ফ জড়িয়ে নিন। পোশাকের সঙ্গে মানানসই স্কার্ফ বেছে নিন।
  • করোনা সংক্রমণ থেকে বাঁচতে চুল ঢেকে রাখুন। শীতকালে টুপি ব্যবহার করতে পারেন। পাবলিক ট্রান্সপোর্টে চলা ফেরা করার সময় টুপি ব্যবহার অনেকটাই সুফল দিবে। স্টাইলিশ টুপি পাওয়া যায় বাজারে। যেগুলো পরলে চুলও ঢাকা থাকবে। আবার চুলও করোনাভাইরাস থেকে প্রটেকটিভ থাকবে।