শীত কিংবা গ্রীষ্মের 🌃সময় সানস্ক্রিন মেখেই বাইরে যেতে হয়। ত্বকের বিশেষ কোনো সমস্যা থাকলে বাড়িতেও সানস্ক্রিন লাগিয়ে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ সূর্যের বিষাক্ত ইউভি রশ্মি থেকে সানস্ক্রিন ত্বককে রক্ষা করে।
কোনো পার্টিতে যাচ্ছেন বা অফিসে, মেকআপ তো করতেই হবে। মেকআপ করার আগেও সানস্ক্রিন লাগিয়ে নিন। এতে মুখে কালো দাগ পড়বে না, বয়সের ছাপ পড়বে না, এমনকি অতিরিক্ত আলো কিংবা মোবাইল ও কম্পিউটরের রশ্মি থেকেও আপনার ত্বককে মুখকে সুর꧑ক্ষিত রাখবে।
অনেকেই ভাবেন, মেকআপের সময় কীভাবে সানস্ক্রিন লাগাবেন? কীভাবে তীব্র দাবদাহ থেকে ত্বককে রক্ষা করবেন? চিন্তার কিছু নেই, সহজ উ🐈পায়ে সানস্ক্রিন আর মেকআপ একসঙ্গে ব্যবহার করতে পারবেন। কোনো ঝামেলাই পোহাতে হবে না আপনাকে।
মেক-আপের আগে ক্রিমজাতীয় সানস্ক্রিনের পরিবর্তে জেলজাতীয় কিংবা তরল সানস্ক্রিন মুখে লাগিয়ে নিন। এরপর যেভাবে মেকআপ শুরু করুন। এতে ত্বক সুরক্ষিত থাকবে।
আপনার পুরো মুখে সমানভাবে সানস্ক্রিন প্রয়োগ করুন। কান এবং ঘাড় ভুলবেন না! পর্যাপ্ত পরিমাণে নিয়ে ব্যবহার করুন। আপনার পুরো মুখে সানস্ক্রিন ব্যবহার করবেন।
আপনার ত্বকে সানস্ক্রিন সম্পূর্ণরূপে না মেশানো পর্যন্ত লাগাতে থাকুন। মুখের সব স্থানে সমানভাবে আপনার সানস্ক্রিন প্রয়োগ করা নিশ্চিত করুন।
আপনার মেকআপ রুটিন শুরু করার আগে আপনার সানস্ক্রিনকে ৩ থেকে ৫ মিনিট রেখে দিন।
সানস্ক্রিন লাগানোর আগে ত্বকে কখনোই প্রাইমার ব্যবহার করবেন না। এটি ত্বকের ক্ষতি করবে।
সানস্ক্রিন লাগানোর পর প্রতিদিনের ব্যবহার করা ক্রিম ত্বকে লাগান। এরপর প্রাইমার ও ফাউন্ডেশন ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহারের পর এসপিএফ যুক্ত ফাউন্ডেশন লাগিয়ে নিন। ভালো কাজ করবে।
হালকা মেকাআপের জন্য় সানস্ক্রিনের পর প্রাইমার ব্যবহার না করে শুধুমাত্র এসপিএফ যুক্ত BB ক্রিম ব্যবহার করতে পারে। ন্যাচারাল মেকআপ লুক দিবে।
মেকআপ বা ময়েশ্চারাইজারের সঙ্গে সানস্ক্রিন মেশাবেন না। সবকিছু আলাদা প্রয়োগ করুন। একসঙ্গে মেশালো আপনার কিছু সময় বাঁচাতে পারে, তবে ত্বকে ভালোভাবে মিশবে না।
মেকআপের পর ত্বকে দীর্ঘ সময় থাকা ও মেকআপ ভালোভাবে বসে যাওয়ার জন্য় অনেকেই পানি ব্যবহার করেন। এক্ষেত্রে সরাসরি পানি ব্যবহার না করে এসপিএফ যুক্ত স্প্রে ব্যবহার করুন। খুবই উপকৃত হবেন।
আপনার সারা শরীরে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না, বিশেষ করে এমন জায়গাগুলিতে যেখানে সরাসরি সূর্যের এক্সপোজার পাওয়া যায়। সূর্য থেকে আপনার পুরো ত্বকের সুরক্ষা প্রয়োজন।