সবারই স্বপ্ন থাকে নিজের গোছানো একটি বাড়ি হবে। বাড়ির ঘরগুলো নিজের মতো সাজাবেন। শোয়ার ঘর, বসার ঘর,♊ বাচ্চাদের জন্য ঘর, খাবারের ঘর, রান্না ঘর সবকিছুই সাজবে ভিন্ন আঙ্গিকে। কেউ সাধারণ সাবলীলভাবে ঘর সাজাতে পছন্দ করেন। কেউ পছন্দ করেন ঘরে আভিজাত্যের ছোঁয়া দিতে।
নতুন বাড়ি তৈরি ক♔রছেন? কোথায়, কোন ঘর থাকবে তার পরিকল্পনাও আগেই করা হচ্ছে। বাচ্চাদের শোয়ার বা অধ্যয়ন কক্ষটির কথা অবশ্যই মাথায় রাখুন। অন্য ঘরগুলোর তুলনায় বাচ্চাদের ঘর সাজাতে একটু বিশেষ নজর দিতে হয়। বাচ্চাদের বিশ্রাম কিংবা পড়ার ঘর সা𒐪জানোর আগে একটু ভেবে নিন, কীভাবে শিশুর মানসিক বিকাশ ও শারীরিক প্রশান্তি একসঙ্গেই দেওয়া যায়।
বাচ্চাদের শোয়ার বা অধ্যয়ন কক্ষটি নির্ধারণ বা তৈরি𒉰 এবং তা সাজানোর আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে_
বাচ্চাদের পড়ার ঘরটি বা অধ্যয়ন কক্ষটি বাড়ির পূর্ব বা পশ্চিম মুখী রাখার চেষ্টা করুন। সূর্যের আলোতে ভোরেই ঘুম ভাঙবে। আবার দ্রুত ঘুমিয়েও পড়বে। তা সম্ভব না হলে উত্তর মুখী কোনো ঘরকে বাছাই করুন বাচ্চাদের জন্য়।
বাচ্চাদের পড়ার টেবিলের চেয়ারের পেছনে কখনো দরজা রাখবেন না। এমনভাবে টেবিলটি রাখুন যেখানে চেয়ার টানলে দেয়াল ঘেষে থাকবে।
বাচ্চাদের ঘরের প্রবেশদ্বারও উত্তর অথবা পূর্ব দিকে হওয়া ভালো। পূর্ব দিকে যদি জানালা থাকলে পর্যাপ্ত আলো প্রবেশ করবে।
বাচ্চার টেবিলে কাঁচের জগ বা গ্লাস রাখবেন না। তামার গ্লাস রাখতে পারেন। চাইলে বাচ্চাদের পছন্দের কার্টুন ক্যারেক্টার বা পছন্দের রঙের গ্লাস রাখতে পারেন।
বাচ্চাদের ঘরের পূর্ব এবং উত্তর দেয়াল ফাঁকা রাখুন। দক্ষিণ ও পশ্চিম দেয়ালে বইয়ের জন্য আলমারি বা স্টোরেজ ক্যাবিনেট বানিয়ে নিন। সেখানে বাচ্চাদের পছন্দসই বই রাখুন। এছাড়া জ্ঞানের ও গোয়েন্দা ধরণের বই রাখতে পারেন। আলমারি বেশি উঁচু করে বানাবেন না। বাচ্চারা যেন সহজেই নাগালে পছন্দের বইটি নামিয়ে নিতে পারে তাও খেয়াল রাখুন।
টেবিল ল্যাম্প রাখতে পারেন। ল্যাম্পটি টেবিলের বা দিকে রাখুন। পড়ার বই রাখতে যেন কোনো সমস্যা না হয় তা খেয়াল রাখুন।
বাচ্চাদের শোয়ার ঘর বা পড়ার ঘর রং করার আগে খেয়াল রাখুন যেন দৃষ্টিকটু না হয়। মানে বেশি গাঢ় রং না দেওয়াই ভালো। পছন্দের রং দিন, তবে তা হালকা শেডের।
ঘরের রঙের সঙ্গে মানানসই পর্দা বাছাই করুন। বেশি কারুকাজ বা ভারী পর্দা মোটেও ভালো হবে না। এক্ষেত্রে অবশ্যই হালকা পর্দা বাছাই করুন।
বাচ্চাদের ঘরের সঙ্গে বারান্দা না রাখাই ভালো। প্রয়োজনে ঘরের মধ্যেই পর্যাপ্ত জায়গা রাখুন। যেখানে তারা কিছুক্ষণ খেলতে পারবেন।
বাচ্চাদের পড়ার ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। কম আলোতে পড়লে বাচ্চাদের চোখে সমস্যা হতে পারে।
বাচ্চাদের ঘরের কম্পিউটার বা ল্যাপটপ থাকলে তা রাখার জন্য় নির্দিষ্ট স্থান ঠিক করুন। কম্পিউটার টেবিলটি দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিমে রাখা উচিত।
বাচ্চাদের শোয়ার ঘর ও পড়ার ঘরটি ভিন্ন হলে আসবাবপত্রের দিকেও বিশেষ নজর দিন। পড়ার টেবিলটি বানানোর আগে চেষ্টা করুন একটু সুন্দর ডেকোরেটেড টেবিল বানাতে। যেখানে পড়ার বই, খাতা, স্কুল ব্যাগসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলোও যেন গুছিয়ে রাখা যায়। টেবিলে একটি ঘড়িও রাখতে পারেন। ক্যাবিনেট করেও পড়ার টেবিল বানিয়ে নিতে পারেন। এতে বাচ্চাদের পছন্দের রং ব্যবহার করুন।