পৃথিবীতে কত রকমেরই না সম্পর্ক রয়েছে। সবচেয়ে বেশি চর্চায় থাকে প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্কেরও নানা ধরন থাকে। অসম প্রেমের ক্ষেত্রে চর্চাটা একটু বেশিই হয়। আবার সাধারণ বা স্বাভাবিক প্রেমেরও আয়ুকাল থাকে ভিন্ন। কোনো প্রেমের সম্পর্কে দীর্ঘ সময় থাকে। আবꦐার কোনো প্রেম হয় ক্ষণস্ಌথায়ী। সময়ের সঙ্গে বদলে বদলে যায়, সম্পর্কের পটচিত্র। তৈরি হয় নতুন সংজ্ঞা।
প্রেমের সম্পর্কের এখন অনেক নাম রয়েছে। সাধারণ প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ছাড়াও রয়েছে সিচুয়েশনশিপ, বিঞ্জ ডেটিং, ক্ꦺযাসুয়াল ডেটিং, লং ডিসটেন্স রিলেশনশিপ, ওপেন রিলেশনশিপ, ডেটিং ফর ফানসহ রয়েছে সম্পর্কের নানা ধরন। আবার এসব সম্পর্ককে ছাপিয়ে বেশ কয়েকটি অদ্ভুত ধরনের সম্পর্কꦐও থাকে । যা বিভিন্ন দেশে বেশ প্রসিদ্ধ এই সময়।
বিশ্বের বিভিন্ন দেশে প্রেমেরꦗ সম্পর্ক এমনও রয়েছে যেখান থেকে রোজগার করা সম্ভব। অর্থাৎ প্রেমকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকে। এক্ষেত্রে প্রেমিক, প্রেমিকা🍎 কিংবা ওয়েডিং ডেস্ট্রয়ার হিসেবে কাজ করার সুযোগ থাকে। টাকার বিনিময়ে তারা প্রেমিক, প্রেমিকা হয়ে আপনার সঙ্গে ঘুরে বেড়াবে। আপনাকে সঙ্গ দিবে। আবার বিয়ে ভাঙার চুক্তিও রয়েছে। যেখানে অনিচ্ছাকৃত বিয়ে ভাঙার কাজ করা হয়। এই সবই হয় টাকার বিনিময়ে।
ভিয়েতনামে টাকার বিনিময়ে অর্থাৎ ভাড়ায় প্রেমিক হওয়ার পেশা বেশ প্রচলিত। মূলত, বাবা-মায়ের মনের আশা পূরণ করতেই দক্ষ ব্যাচেলর ছেলেদের প্রেমিক হিসেবে ভাড়া করা হয়। ওই দেশেও মেয়েদের একটা বয়সের পর বিয়ের জন্য চাপ দেওয়া হয়। আর তখনই পরিবারকে খুশি করতে ভাড়ায় প্ꦯরেমিক নিয়ে হাজির হোন মেয়েরা।
ভাড়ায় প্রেমিকা পাওয়া যায় জাপানে। এই দেশেও এটি পেশা হিসেবেই প্রচলিত। শুধু তাই নয়, জাপানে ভাড়ায় প্রেমিকা নেওয়া আইনিভাবেও বৈধ করা হয়েছে। কারণ একাকিত্ব কাটাতে যে কেউ প্রেমিকা ভাড়া করতে পারবেন। সেই দেশে ঘণ্টা অনুসারে প্রেমিকা ভাড়া পাওয়া যায়। প্রতি ঘণ্টায় প্রেমিকা ভাড়ায় পেতে জাপানের স্থানীয় মুদ্রার ৬০০০ ইয়েন গুণতে হবে। শর্ত হচ্ছে, অন্তত দু’ঘণ্টার জ♛ন্য প্রেমিকাকে ভাড়ায় নিতে হবে।
ডেটিংয়ের সম্পর্কে এখন জনপ্রিয় হ🅘য়ে উঠেছে ফ্রিক ম্যাচিং। এই ধরনের সম্পর্ক সবচেয়ে বেশি প্রসিদ্ধ আমেরিকায়। যুবক-যুবতীরা তাদের শক্তি ও পছন্দের সঙ্গে মিল রয়েছে এমন কোনও ব্যক্তির সঙ্গে ডেটিং করেন। যার নাম দেওয়া হয়েছে ফ্রিক ম্যা🐼চিং।
ওয়েডিং ডেস্ট্রয়ার পেশাটিও বিভিন্ন দেশে বেশ প্রচলিত। স্ꦇপেনের এক যুবকের মস্তিষ্ক থেকেই এই পেশার ধারণাটি উদ্ভব হয়। এক্ষেত্রে টাকার বিনিময়ে বিয়ে ভাঙার চুক্তি করা হয়। ওই দেশে পেশাটি বেশ জনপ্🍌রিয়তাও পায়।