মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একটি পণ্যবাহী ট্রাকের চাপায় অন্ত🌠ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩জন।
বার্তা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় শনিবার মেক্সিকো সিটি ও পুয়েব্লা রাজ্যের সংযোগ সড়কে এ🥂ই দুর্ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি টোল বুথ ও আরও ছয়টি যাত্রীবাহী গাড়ির ওপর উঠে যায়।
এসময় ট্রাকচাপা গাড়িগুলোতে থাকা🌌 ১৯ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। মেক্সিকোর সড়ক ও সেতু মন্ত্রনালয়ে এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহতদের ♈মধ্যে ট্রাকচ✃ালকও রয়েছেন।
সামাজিক মাধ্যমের ভিডিওতে দুর্ঘটনার পর সড়কের ওপর যানবাহনগুলোর সঙ্গে টো🧸ল বুথটিও সম্পূর্ণরূপে বিধ্বস্ত অবস্থ🐭ায় দেখা গেছে।
দুর্ঘ🍃টনার পর সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। বিধ্বস্ত যানবাহনগুলোকে সড়ক থেকে সরাতে কাজ করছে কর্তৃপক্ষ।