ড্রোন হামলায় ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৯:২৭ এএম

ড্রো♓ন হামলার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মো🌟স্তফা আল-খাদিমিকে।

রোববার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী বাগদাদে খাদিমির বাসভবনেই তা🎃কে হত্যার জন্য ড্রোন হামলা চালানো হয়।

মোস্তফা আল-খাদিমি জানিয়েছেন তিনি অক্♔ষত আছেন। অবশ্য বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইরাকের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বা🙈ন জানিয়ে ট♏ুইট করেন মোস্তফা আল-খাদিমি।

অন্যদিকে এক বিবৃতিতে ইরাকের সামরিক বা🌟হিনী জানিয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে এবং💟 তিনি নিরাপদে ও ভালো আছেন। বিবৃতিতে এর বেশি কোনো তথ্য দেওয়া হয়নি।

দেশটির সাবেক গোয়েন্দা প্রধান মোস্তফা আল-খাদিমি গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়𒉰িত্ব নেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানপন্থি সশস্ত্র গ্রুপগুলোর সমর্থকরা বাগ𓄧দাদে বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় তারা ইরাকের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের বিরোধীতা করেন। কারণ সর্বশেষ নির্বাচনে ༒ইরাকি পার্লামেন্টে কিছু ক্ষমতা হারিয়েছেন ইরানপন্থিরা।