বাইডেন-মোদি ফোনালাপ

হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ১১:৩১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডে𝓰নের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তারা ইউক্রেনের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিশদ মতবিনিময় করেন। ফোনালাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন মোদি। 

এদিকে মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনসহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছেন বলে জানা🃏নো হলেও বাংলাদেশ ইস্যুতে উভয় নেতা কোনো কথা বলেছেন কিনা সেটা মার্কিন বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

on phone today. We had a detailed exchange of views on various regional and global issues, including the situation in Ukraine. I reiterated India’s full support for early return of peace and stability.

We ♐also discussed the situation in Bangladesh and…

— Narendra Modi (@narendramodi)