২১৫ কিলোমিটার বেগে আঘাত হানবে টাইফুন শানশান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে একটি শক্তিশালী টাইফুন আঘাত হানতে পারে জাপানে। ঝড়টি বর্তমানে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী বুধবার (২৮ আগস্ট) এটি আঘাত হানতে পারে।
সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
সংবাদমাধ্যম বলছে, আবহাওয়া পূর্বাভাসে টাইফুনের প্রভাবে এই সপ্তাহের শেষের দিকে জাপানে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে সম্ভাব্য পরিবহন সমস্যাও দেখা দিতে পারে।
টাইফুন শানশান আগামী বুধবার আমাম দ্বীপ এলাকা অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। ঝড়টি গতিপথ পরিবর্তন করে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর দিকে অগ্রসর হওয়ার আগে এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার (১৩৫ মাইল)।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছ🅘ে, টাইফুন শানশান 🌞ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।