অবৈধভাবে প্রবেশ, আগরতলায় ৫ বাংলাদেশি গ্রেপ্তার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ১০:১৮ এএম

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অꦍবৈধভাবে প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার ক♈রা হয়েছে। 

সোমবার💯 (২৬ আগস্ট) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে প্রবেশের অভিযোগে রোববার ত্রিপুরা পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী সমন্বিত অভিযান চালিয়েඣ তাদের গ্রেপ্তার করেছে।

পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্তౠ কর্মকর্তা🎃 পরিদর্শক পরিতোষ দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য💃ের ভিত্তিতে আগরতলার উপক🌟ণ্ঠে সীমান্তবর্তী লঙ্কামুরা শহরে পুলিশ ও বিএসএফ অভিযান চালিয়ে সন্দেহভাজন কিছু বাংলাদেশি নাগরিককে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার পাঁচজনই বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বা🍰সিন্দা।

এনডিটিভি বলছে, ভারত-বাংলাদেশ সীমান্তে এইℱ অবৈধ চলাচল ও অনুপ্রবেশের সঙ্গে জড়িত আন্তঃসীমান্ত অপরাধীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে পুলিশ সন্দেহভাজনদের আগরতলার আদালতে হাজির করে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়।