সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের হামলা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৪:৩১ পিএম

সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আল-জাজিরা 💎জানায়, স্থানীয় সময় বুধবার সকালে𒁏 এই হামলা হয়।

সামরিক সূত্রের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য প্রচার করেছে। এছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার সত্যতা নিশ্চিত করে জানায়, এতে শুধু ꧂অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। 🅘প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার সেনাবাহিনী ও ইরান-সমর্থিত বিদ্রোহীদের অস্ত্রাগার এ হামলার লক্ষ্যবস্তু ছিল। শনিবারও ইসꦉরায়েল সিরিয়ার রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করে।

সিরিয়ায় ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প꧃্রভাব ও ♚সামরিক উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল। কয়েক বছরে দেশটিতে শত শত হামলা চালিয়েছে তারা। তবে কিন্তু খুব কম অভিযানের কথা স্বীকার করেছে ইসরায়েল সরকার।

এর আগে ১৪ অক্টোবর সিরিয়ায় ইরানি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলায চালায় ইসরায়েল। এতে সিরিয়ার সরকারি বাহিনীর ৯ যোদ্♎ধা🐬 নিহত হয়।