মহানবীর ব্যঙ্গচিত্রসহ বই নিষিদ্ধ করল সিঙ্গাপুর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৯:২৪ পিএম

২০১৫ সালে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপা করে ফরাসি❀ ম্যাগাজিন শার্লি এব্দো। এ ঘটনার জেরে উগ্রবাদী মুসলিমরা বন্দুক হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির ১১ কর্মীকে হত্যা করেছি༒ল।

৬ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি করেছে সিঙ্গাপুরের সাংবাদিক চেরিয়ান জর্জ। সম্প্রতি প্রকাশিত ‘রেড লাইনস: পলিটিক্যাল কার্টুনস অ্যান্ড দ্য স্ট্রাগল এগেইনস্ট সেনসরশিপ&🍷rsquo; বইতে বেশ কিছু ব্যঙ্গাত্মক ছবি ছাপা করেন তিনি꧙।

এতে শার্লি এব্দোর ঘটনা উল্লেখ কর💙ার পাশাপাশি মহানবীর (সা.)-এর বিতর্কিত ব্যাঙ্গচিত্রটিও জুড়ে দেওয়া হয়। হিন্দু ও খ্রিস্ট ধর্মেরও অবমাননার অভিযোগ ওঠে বইটির বিরুদ্ধে। তাই তবে দেশজুড়ে বিতর্ক শুরুর পর বইটি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সিঙ্গাপুরে ধরনের ঘটনায় জরিমানার সঙ্গে কারাদণ্ডের সাজা দেওয়ারও বিধান রয়েছে। যদিও প্রশাসন জানায়, “সিঙ্গাপুরের আইন কোনো ধর্মকেই ব্যাঙ্গ করার অধিকার দেয় না। আর তাই এ বই বিক্রির 🔥অনুমতি꧅ দেওয়া সম্ভব নয়।”

গত বছর একই ধরনের ছবি প্রদর্শনের জেরে খুন হন ফ্রান্সের এক শিক্ষক। এ ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতার সমর্থন করে সমালোচিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।