স্কটল্যান্ডের গ্লাসগোতে স্থানীয় সময় শুরু হয়েছে জাতিসংঘের আয়💎োজনে কপ২৬ জলবায়ু🐓 সম্মেলন। আর সম্মেলনের বাইরে ভিড় করেছেন পরিবেশবাদীরা।
এদিকে শনিবা🌟র সেই বিক্ষোভে যোগ দেন ১৮ বছর বয়সী জনপ্রিয় সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গ্লাসগো সেন্ট্রাল রেল স্টেশনের পৌঁছার পরই স🍷ংবাদমাধ্যমের ক্যামেরাকে হাত তুলে নিজের উপস্থিতি জানান দেন এই তরুণ অধিকারকর্মী।
কপ২৬ সম্মেলনে আগেই জীবাশ্ম জ্বালানীর ব্যবহারকারী পরিবেশ🐟 দূষণকারী বিভিন্ন প্রকল্প নিয়ে সমালোচনা করেন তিনি। এএফপি জানায়, বিক্ষোভকারীরা মিছিলে ‘কথা নয়, পদক্ষেপ চাই’ আর ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করুন’ এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে আসেন।
রোববার শুরু হওয়া কপ–২৬ সম্মেলন চলবে ১২ নভেম্বর পর্যন্ত। এতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিয়ে পরিকল্পনা জানাচ্ছেন বিশ্বনেতারা। আর তাদের চাপে ফেলতে পরিবেশবাদী আন্দোলনকর্মীরাও যোগ দিচ্ছেন বিক্ষোভ আর সমাবেশে।