কাতারে প্রথম নির্বাচনের ভোট গ্রহণ শুরু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৪:১৭ পিএম

প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন কাতারবাসী। শনিবার (২ অক্টোবর) শুরু হয়েছে আইনসভার (শুরা কাউন্সিল) নির্বাচন। আল-জাজিরা জানায়, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ভোট গ্রহ🍷ণ।

জনগণের ভোটে ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের🔯 ৩০ সদস্য নির্বাচিত হবেন। ৩০ আসনের জন্য প্রার্থী ২৮৪ জন। বাকি ১৫ আসনে মনোনয়ন দেবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এবারের নির্বাচনে📖 নারী প্রার্থী ২৮ জন।

এছাড়া আইনসভায় নারী-পুরুষ সদস্যদের ভারসাম্য রক্ষায় বাকি ১৫টি আস♛নেও কাতারের আমির বেশ কয়েকজনꦿ নারীকে নিয়োগ দেবেন বলে আশা করা হচ্ছে। ভোট গ্রহণ শেষে শনিবারই ফল ঘোষণা হতে পারে।

রাষ্ট্রের নীতিনির্ধারণ আর বাজেট বাস্তবায়নের ক্ষমতা থাকবে নবগঠিꦚত পরিষদের সদস্যদ🦩ের হাতে। এছাড়া প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি আর বিনিয়োগ নীতিনির্ধারণেও ভূমিকা রাখবেন নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা।

কুয়েতের পর সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় দেশ হিসেবে নির্বাচন আয়োজন করতে যাচ🧸্ছে কাতার। ১৯৩০ সালের আগে যেসব নাগরিক কাতারে স্꧂থায়ীভাবে বসবাস করতেন তারাই এবার ভোট দিতে পারবেন।