বিশ্বব্যাংকের প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনে গৃহহীন হবে ২১ কোটি মানুষ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০২:২৩ পিএম

জলবায়ু 🔯পরিবর্তনের ফলে চরম সংকট পড়তে যাচ্ছে বিশ্ববাসী। যার প্রধান ভুক্তভোগী হবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নিম্ন আয়ের মানুষেরা। বিশ্বব্যাঙ্কের নতুন এক প্রত꧂িবেদনে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

সোমবার এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, খাবার পানির অভাব আর ফসলের উৎপাদ🙈নের কমে যাওয়ার ফলে অন্তত ২১ কোটি ৬০ লাখ মানুষকে নিজ দেশে ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে হবে।

রয়টার্স জান🌜ায়, গ্রাউন্ডসওয়েল ২.০ শীর্ষক প্রতিবেদনে ছয়টি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে পরিস♌ংখ্যান করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ২০৩০ সালের মধ্যে অনেক দেশই জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশত্যাগের কেন্দ্র বা ‘হটস্পটে’ পরিণত হবে।

গবেষকরা জানান, ২০৫০ সালের মধ্যে জলবায়ু সংকট তীব্র আকার ধারন করবে, যার প্রধান ভুক্তভোগী হবে বিশ্বের দরিদ্র দেশগুলো। আফ্রিকার সাহারা অঞ্চল ছাড়াও উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লাখ লাখ জলবায়ু𒈔র পরিবর্তনে সব൲কিছু হারিয়ে অভিবাসনপ্রত্যাশী হবে।

জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে ব্যর্থ হলে আগামী ৩০ বছরে চার কোটির বেশি মানুষ গৃহ𒀰হীন হতে পারে। সবচেয়ে সংকটপূর্ণ অবস্থার সৃ🉐ষ্টি হতে পারে আফ্রিকার সাহারা অঞ্চলে। সেখানে অন্তত আট কোটি মানুষ গৃহহীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জল🐭বায়🌳ু সংকটে অভিবাসন চেষ্টার কারণে বিশ্বের বড় শহরগুলো ওপর অভিবাসনপ্রত্যাশীরা বাড়তি চাপ সৃষ্টি করবে। ফলে সেসব অঞ্চলের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলেও ধারণা করা হচ্ছে।