ইরাকে পুলিশের ওপর হামলা, আবারও আইএস আতঙ্ক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৮:১১ পিএম

ইরাকের উত্তরাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এই হামলার পেছনে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটಌের (আইএস) সম্পৃক্ততা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা 💎জানায়, রবিবার কিরকুক শহরের দক্ষিণে আল-রাশাদ এলাকায়🍌 জোড়া হামলা চালান হয়। শুরুতে পুলিশ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় হামলাকারীরা।

প্রায় দুই ঘন্টার সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ♏সময় বাকি পুলিশ সদস্যরা তাদের সাহায্যে এগিয়ে এলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফো♊রণে তাদের মৃত্যু হয়।

এ ♒হামলায় আরও তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছে♌ন একজন।

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি আইএস। যদিও বিভিন্ন সুত্র থেকে💖 জানা গেছে এই ঘটনার পেছনে আইএস সদস্যরা জডღ়িত ছিল।

এছাড়াও রোববꦗার মসুলের দক্ষিণ-পূর্বে আরেকটি চেকপয়েন্টে পৃথক বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ꦛতিনজন ইরাকি সেনা নিহত ও একজন আহত হয়েছে।