তালেবানের শীর্ষ নেতাকে সর্বোচ্চ আসনে রেখে আফগানিস্তানে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনে একমত হয়েছেন তালেবান ও🐬 অন্যান্য আফগান নেতারা।
আলজাজিরার প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জুমা🌠র নামাজের পর এই সরকার গঠন করা হতে পারে। তালেবানের🧜 দু’টি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তালেবান কর্মকর্তা আহমাদুল্লাহ মুত্ত♔াকি টুইটার বার্তায় জানায়, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠানিক প্রস্তুতি চলছে।
টুইটে ছবি পোস্ট করে এই তালেবান কর্মকর্তা লিখেন, "তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্র⛦ণালয় আসন্ন অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্ট ভবনে সব বন্দোবস্ত করছে। আসন্ন অনুষ্ঠানে আফগানিস্তানের নতুন সরকার♛ের ঘোষণা করা হবে।"
এছাড়াও আফগান গণমাধ্যম জানায়, সরকার গঠনের ঘোষণা আসছে। তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন।✱ ক্ষমতার দ্বিতীয় প্রধান হবেন নতুন সরক🥂ারের প্রেসিডেন্ট।
এদিকে তালেবান সহনশীলভাবে 𒉰দেশ পরিচালনার অঙ্গীকার করেছে। তাই কাবুলে নতুন সরকার গঠনে পর অন্যান্য বিষয় ও নারী অধিকার রক্ষায় তালেবানের নীতি কী হবে তা নজরে রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের&n🎀bsp;রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল কꦫরে তালেবানরা।