ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী। এই ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। অঞ্চলটির জেনিন শরণার্থী 🌺শিবিরে অভিযান চালানোর সময় এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
ফিলিস্তিনের কর্মকর্তারা জানান, এই ঘটনার ফলে এক দশকের দখলে সবচেয়ে সহিংসতাপূর্ণ বছরে পরিণত হলো ২০২২ সালটি। কর্মকর্তারা বলেন, শনিবার (♔৮ অক্টোবর) অভিꦓযানের সময় একটি বাড়িকে ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা।
সামাজিক মাধ্যমে প্রচার হওয়া অভিযানের ভিডিওতে গুলিবিনিময়ের স্🌄পষ্ট শব্দ শুনত𝓡ে পাওয়া গেছে।
ফিলি🐬স্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৮ অক্টোবর) নিহতদের শণাক্ত করতে পেরেছে। তারা উভয়ই ১৭ বছর বয়সী। একজন আহমদ মোহাম্মদ দারাঘমেহ এবং অন্যজন মাহমুদ আস-সৌস। আহতদের মধ্যে তিনজন🐼ের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
এর আগে গত ৩ অক্টোবর জালাজোন শরণার্থী শিবিরে কেবল সন্দꦿেহভাজন হিসেবে দুইজনকে༒ গুলি করে হত্যা করা হয়।
পশ্চিম তীরের জেনিন ও নাবলুস এলাকায় সশস্ত্র ফিলিস্তিনি বাহিনী গড়ে ও🐲ঠায় প্রায় প্রতিদিনই সেখানে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এ বছর এখন পর্যন্ত ১৫০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সম্প্রতি এমন♔ একটি অভিযানে হত্যা করা হয় সাত বছর বয়সী রায়ান সুলেইমানকে।
এ বছর ফিলিস্তিনিদের আক্রমণে মৃত্যু হয়েছে ২০ জনের।