থাইল্যান্ডে পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত ৩৪

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০২:৩৭ পিএম

থাইল্যান্ডের একটি শিশু দিবা যত্নকেন্দ্রে সাবেক পুলিশ কর্মকতার গুলিতে নিহত হয়েছেন ৩৪ জন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির পুলিশ এ কথা জ🍌ানায়।

রয়টার্স জানায়, বন্দুক হামলার এ ঘটনায় মারা গেছে ২২ শিশু। বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্য𝐆া করে♉ন।

এর আগে পুলিশ জানিয়েছিল তারা হামলাকারীকে বের করার জন্য চিরুনি অভিযান চালাচ্ছে। থাই প্রধানমন্ত্র♌ী নিজেও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছিলেন।

থাইল্যান্ডে এমন বন্দুক হামলার ঘটনা তুলনামূ🐭লক অনেক কম। তবে এখানে বন্দুকের মালিকানা আছে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। পাশাপাশি অবৈধ অস্ত্রের সংখ্যাও প্রচুর।

২০২০ সালে সম্পত্তি ভাগাভাগির জেরে এক সেনা কর্মকর্তা গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা করেন। ওই ঘটনায় পৃথক চার জায়গায় আহত হয় ৫৭ জন।