মাটি থেকে꧋ ছোড়া গুলি গিয়ে লেগেছে ৩ হাজার ২০০ ফুট ওপরে উড়ন্ত বিমানে। বিমান ফুটো হয়ে সেই গুলি লাগে এক যাত্রীর গায়ে।
আল-জাজিরা জানায়, মিয়ানমারের ন্যাশনাল এয়ারলাইনসের🐷 একটি বিমানে এমন ঘটনার শিকার হয়েছেন এক যাত্রী। বিমানটি শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ৬৩ জন যাত্রী নিয়ে রাজধানী নাইপিদো থেকে খায়া রাজ্যের রাজধানী ꦛলোইকাতে যাচ্ছিল।
মি𝓀য়ানমার অভিযোগ করেছে, বিদ্রোহীরা এমন ঘটনা ঘটিয়ꦆেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার।
কেবিন ক্রু ক্লাব নামের এ🎀ক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুর্ঘটনার ছবি শেয়ার করা হয়। ছবিতে দেখা যায়, একজন যাত্রী রক্তাক্ত অবস্থায় বিমানের সিটে বসে আছেন। তার পাশের সিটে পড়ে আছে রক্তমাখা কাপড় ও টিস্যু। আহত ব্যক্তি কানের পাশে টিস্যু ধরে বসে আছেন। বুলেটের আঘাতে বিমানের ছিদ্র হওয়া অংশের ছবিও প্রকাশ করা হয়।
সংবাদ সংস্থা মিয়ানমার নাউ-এর খবরে বলা ♔হয়, উড়োজাহাজে থাকা ব্যক্তির মুখের ডান পাশে গুলির আঘাত লেগেছে। ওই ব্যক্তির বয়স ২৭ বছর। বিমান অবতরণের সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাত্রীকে আঘাত করার আগে বুলেটটি বিমান ভেদ করে।
মিয়ানমারের সামরিক কাউন্সিল কারেনি ন্যাশনাল প্রগ্রেসিভ🔯 পার্টি (কেএনপিপি) এবং পিপলস ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে বিমানে গুলি চালানোর অভিযোগ করেছে মিয়ানমার মিলিটারি কাউন্সিল। তবไে কেএনপিপি জানিয়েছে, তাদের সংগঠন এ ঘটনায় জড়িত নয়।