মেক্সিকোতে হারিকেন গ্রেসের আঘাতে নিহত ৮

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৯:২৪ এএম

মেক্সিকোতে হারিকেন গ্রেসের ཧআঘাতে পূর্বাঞ্চলে ৮ ♑জনের প্রাণহানি হয়েছে। শক্তিশালী এ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পুরো শহর।

সিএনএনের খবরে জানায়, স্থানীয় সময় শনিবার দেশটির পূর্বাঞ্চলে ঘণ্টা🥂য় প্রায় ২০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন যায়। দেশটিতে বন্যাও দেখা দিয়েছে। মৃত ৮ জনের মধ্যে ৬ জনই একটি পরিবারের।

ঝড়টি প্রথম🐭ে দেশটির ভ্যারাক্রুজ প্রদেশে আঘাত হানে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ঝড়টি এখন উত্তর দিকেꦓ ধাবিত হচ্ছে।

ভেরাক্রুজ রাজ্যের উপকূলীয় শহর টেকোলুটলার বাসিন্দারা জানিয়েছেন, হারিকেনটি বিধ্বংসী ছিল। শুধু পড়ে যাওয়া গাছের বজ্রধ্বনি শোনা গেছে, এটা খুব ব𓄧াজে, খুব ভয়ংকর লাগছিল।”

আরেক বাসিন্দা অ্যাডলফো লোপেজ বলেন, “সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু নিয়ে গ꧙েছে।”

মেক্সিকোর জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, আঘাতের সময় গ্রেসের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় অন্তত ꩲ১২০ মাইল। যা পরবর্তী কয়েক ঘণ্টা উপকূলজুড়ে তাণ্ডব চালায়। পরে শক্তি হারিয়ে এটি মৌসুমি ঝড়ে পরিণত হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও ঘূর্ণিঝড় হেনরি আঘাত হেনেছে𒁃। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করেছে মার্কিন হারিকেন সংস্থা এনএ𒊎ইচসি।

স্থানীয় সময় রোববার হেনরি আঘাত নিউইয়র্ক, আইল্যান্ড ও দক্ষ❀িণ নিউ ইংল্যান্ডেไ আঘাত হানতে পারে বলে খবরে বলা হয়।