প্রতিবছরের মতো এ♓বারও ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উদযাপন করেছে ভারত। এদিনে মহাত্মা গানඣ্ধীর ১৫৩তম জন্মদিন পালন করেছে ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান।
গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মু🅘 এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি সবাইকে গান্ধীর আদর্শ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি গান্ধীজীকে শ্রদ্ধা জানাতে দেশীয় পণ্যের বিকাশে জনগণকে খাদি ও হস্তশিল্প ক্রয়ের অনুরোধ জানান তিনি।
🌳শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস এমপি রাহুল গান্ধী।
২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে এই দিনটিকে অহিংসা দিবস হিসেবেও পালন করা হয়ꦺ। এই দিন উপলক্ষে গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি সবাইকে মহাত্মা গান্ধীর মূল্যবোধ ধারণ করে শান্তি ও মর্যাদার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ছিলেন কঠোর সহিংসতা🌸 বিরোধী। অহিংস পথে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। তার সেই পথে যারা সঙ্গী হয়েছিলেন, ভারত আজও তাদের স্মরဣণ করে।
🌺গান্ধী প্রথমদিকে ছিলেন এক꧂জন আইনজীবী এবং পরে তিনি একজন জাতীয়তাবাদী হিসেবে আবির্ভূত হন। তিনি ধৈর্য ও ভালোবাসার শক্তিতে বিশ্বাস করতেন।
অহিংসার বানী ছড়িয়ে দিতে বেশ জাঁকজমক আয়োজনে প্রতিবছর এই দিনে ভারতবাসী স্মর🎃ণ করেন শান্তির দূত মহাত্মা গান্ধীকে।