ভারতে তীর্থযাত্রী বোঝাইও একটি ট্রলিকে টেনে নেওয়া ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে ২৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২২ জন। শনিবার (১ অক্টোবর) রাতে ঘটনাটি কানপুরের ঘাটমপুর এলাকার।
টꦑাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ট্রাক্টর-ট্রলিতꦚে করে হিন্দু তীর্থযাত্রীরা চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। পুলি💮শ এবং স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর শনিꦺবার রাতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র 𒉰মোদী। তিনি মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন।
টুইটে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, “কানপুরের দুর্ঘটনায় আমি শোকাহত। যারা আপনজন হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে যথাস💖াধ্য চেষ্টা করছে।”