ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যু বেড়ে ৪৫

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৩:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ হয়েছে ঘূ♐র্ণিঝড় ইয়ানের তাণ্ডব। তবে ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। বিবিসি জানায়, এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। উদ্ধারকর্মীরা ঘরে ঘরে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। এখনো ২৬ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে 🎃আছেন। ইয়ান এখন ফ্লোরিডা থেকে ক্🍎যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছে। আশা করা হচ্ছে, জর্জিয়ার দিকে গিয়ে দুর্বল হয়ে যাবে ঘূর্ণিঝড়টি।

তবে প্রবল বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে কিছু অঞ্চলে। ফলে অনেক মানুষ নিজের বাড়িতেই আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে 💛প্রতিটি বাড়িতেই খোঁজ নিচ্ছে দে👍শটির ন্যাশনাল গার্ড।

স্থানীয় এক কমিশনার জোসেফ টিসেও জানিয়েছেন, প্রা🍌য় ১২ ঘণ্টা টানা ঝোড়ো বেগে বাতাস বয়েছে ফ্লোরিডায়। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে মৃতের সংখ্যা সম্পর্൲কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘূর্ণিঝড় ইয়ান প্রথম আঘাত হানে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কিউবাতে। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে এগি🅺য়েﷺ যায় ফ্লোরিডার দিকে।

আরও সংবাদ