ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ায় যুক্ত করার অনুষ্ঠান শুরু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৬:৩০ পিএম

ইউক্রেনের ডন্টেস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া অঞ্চলকে রাশিয়ার সাথে যুক্ไত করতে যাচ্ছেন পুতিন। এই লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে ক্ꦗরেমলিন হলে উপস্থিত হয়েছেন কর্মকর্তা ও নিমন্ত্রণ প্রাপ্তরা।

অনুষ্ঠানে বক্তৃতা রাখবেন রাশিয়ার প্রেসি💃ডেন্ট ভ্লাদিমির পুতিন। এই উপলক্ষে প্রস🤪্তুতি সম্পন্ন হয়েছে।

এই চার অঞ্চলে রাশিয়ার নিয়োগকৃত প্রশ༺াসকরা ইতোমধ্যে উপস্থিত হয়েছে💛ন। তাদের উপস্থিতিতে সংযুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

অনুষ্ঠানে উপস্থিত আ🌠ছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই  সোহিগো এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

সম্প্রতি রাশিয়ার দখলকৃত ইউক্রেনের চার অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছেন পুতিন। রাশিয়ার সাথে সেই চার অঞ্চল যুক্ত হতে চায় কি না তা জানতে অনুষ্ঠিত হয় গণভোট। ভোটে ৯৬ শতাংশ ভোট এসেছে রাশিয়ার পক্ষে। এর প্রেক্ষিতে ইউক্ꦏরেনের ওই চার অঞ্চলকে রাশিয়ার সাথে যুক্ত করতে যাচ্ছেন পুতিন। তবে এই ভোট মেনে নেয়নি ইউক্রেনসহ তার সহযোগি রাষ্ট্রগুলো।

পুতিনের এই পদক্ষেপের 🐼প্রতিবাদ জানিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে য꧋ুক্তরাষ্ট্র ও ইউরোপ।