আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে অন্তত ১৯ জন, আহত হয়েছেন আ⛎রও ২৭ জন।
আল-জাজিরা জানায়, শুক্রবার🍌 (৩০ সেপ্টেম্বর) কাবুল শহরের দাশত-ই-বারচি এলাকায় অবস্থিত কাজ নামের একটি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরনে ꦚনিহতরা বেশির ভাগই শিক্ষার্থী।
স্কুলের এক কর্মকর্তা জানান ছাত্ররা সেখানে আসন্ন পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক পড়াশোনা করছিলেন। এর আগে ꦕগত বছর একই এলাকার এক বিদ্যালয়ে বিস্ফোরেনে নিহত হন ৮৫ জন।
এ🧸ই অঞ্চলের বাসিন্দারা বেশির ভাগই হাজারা গোষ্ঠীর। তারা সেখানে সংখ্যালঘু। তাদের 🦂লক্ষ্য করে অতীতেও বিভিন্ন হামলা হয়েছে। তবে শুক্রবারের হামলায় এখনো দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে এটি আইএস করে থাকতে পারে।
গত বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমাতায় আসার পর জঙ্গী গোষ্ঠী আইএস বহুবার হামলা চালিয়েছে। এসব হামলায় আক্রমণ করা হয়েছে অনেকগুলো 🐟স্ক🅰ুল আর হাসপাতালকে।
সামাজিক মাধ্য প্রকাশ করা কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় 🙈রক্তাক্ত দেহগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছিল স্কুল থেকে।