জাপোরিঝিয়া-খেরসনকে ‘স্বাধীন’ ঘোষণা করে পুতিনের ডিক্রি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ১০:৪৩ এএম

ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে ‘স্বাধ♔ীন’ ঘোষণা করে ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক 🌃প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

স্থানীয় সময় বৃহস্পতিব﷽ার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি এ দুটি অঞ্চলের স্বাধীনতার ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

পুতিন তার ডিক্রিতে বলেছেন, ‘আমি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার স্বীকৃতির আদেশ দিচ্♛ছি।’

এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেনের আরও দুটি অঞ্চল দেনেৎস্ক ও লু༒হাস্ককে স্বাধীন ঘোষণা করে একই ধরনের ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন রুশ প্রেসিডেন্ট।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ব𒆙িকেল 𝔍তিনটায় দেনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন—এই চারটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় যুক্ত হতে যাচ্ছে। এ উপলক্ষে ক্রেমলিনে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র🎃ি পেশকভ জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার জন্য শুক্রবার গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের সেন্ট জর্জ হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনের চারটি অঞ্চল এভাবে রাশিয়ার সঙ্গꦜে যুক্ত করা হবে জাতিসংঘের সনদ লঙ্ঘন করার শামিল এবং এর কোনো আইনি মূল্য নেই। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।