ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ায় যুক্ত হবে শুক্রবার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৭:৫৪ পিএম

আগামী শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউক্ꦺরেনের চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ডে যুক্ত করবে রাশিয়া। আল-জাজিরা জানায়💮 এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই উপলক্ষে।

ইউক্রেনের ডন্টেস্ক, লুহানস্ক, খেরসন, যাপোরিজা অঞ্চলকে রাশিয়ার সাথে যুক্ত করতে যাচ্ছেন পুতিন। তবে এই উদ্যোগে অস্বীকৃ🔴তি জানিয়েছে ইউক্রেন ও♏ তার সহযোগীরা।

ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টায় এই যুক্তকরণ প্রক্র🍸িয়া অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের সেইন্ট জর্জ হলে আয়োজিত এই অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করবেন ওই চার অঞ্চলের প্রশাসকরা। এই প্রশাসকদের নিয়োগ করেছিল রাশিয়া।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক গণভোটের পরই এই সিদ্ধান্ত নেয় রাশিয়া। দে🐲শটি বলছে গণভোটে ওই চার অঞ্চলের অধিকাংশ বাসিন্দারা রাশিয়ার সাথে যুক্ত হতে𒁏 চেয়েছেন।

ইউক্রেন আক্রমণের সাত মাস পূর্ণ হওয়ার পর এই গণভোট আয়োজন করল রাশিয়া। এর আগে চলতি মাসে উজবেকিস্তানের এক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এব♏ং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনক🦋ে বলেছিলেন  তিনি যেন আলোচনার মাধ্যমে সমস্যা দ্রুত সমাধান করে নেন।

সꦆম্মেলন থেকে ফেরার পরেই নতুন ✃করে তিন লাখ সেনা সমাবেশ এবং ওই চার অঞ্চলে গণভোট করার সিদ্ধান্ত নেন পুতিন। তবে এই ভোট মেনে নেয়নি ইউক্রেন।