ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো রাশিয়ার꧟ সঙ্গে যুক্ত হতে চায় কি না, এই প্রশ্নে গণভোট শেষ হয়েছে মঙ্গলবার। ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামী শুক্রবার।
একই দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অঞ্চলগুলো রাশিয়ার অধিকৃত বলে ঘোষণা করতে পারেন বলে আশঙ্ক♔া করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল-জাজিরা জানায়, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গোয়েন্দাদ𝓡ের নিয়মিত বৈঠকে এসব ব্যাপারে আলোচনা হয়েছে।
শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে পুতিন ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। তাই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, “রুশ নেতারা প্রায় নিশ্চিতভাবেই আশা করবেন যেকোনো অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা দꦅেওয়া হলে সেটা জনগণ তাদের ‘বিশেষ সামরিক অভিযানের’ সাফল্য হিসেবে দেখবে। যা যুদ্ধের জন্য রুশদের দেশপ্রেমকে জাগ্রত করবে।”
বর্তমানে ইউক্রে꧂নের পূর্ব ও দক্ষিণ অংশের চারটি শহর আংশিক বা সম্পূর্ণরূপে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তাই ইউক্রেন অধিগ্রহণের খবরের প্রভাবে দেশটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণার ফলে সৃষ্ট অস্থিরতারও অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।