রাশিয়ার নাগরিকত্ব পেলেন যুক্তরাষ্ট্রের তথ্য ফাঁসকারী স্নোডেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০১:২৬ পিএম

সাবেক মার্কিন নিরাপত্তা বিশ্লেষক ও স্পর্শকাতর তথ্য ফাঁসের দায়ে অভিযুক্ত এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিয়েছেন রু🅘শ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের🌌 স্বাক্ষরিত একটি ডিক্রি থেকে এই তথ্য জানা গেছে।

সোমবার রাশিয়ার একটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত 🌳ডিক্রিতে ৭৫ জন বিদেশি নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়। এদের মধ্যে স্নোডেন একজন।

৩৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের একজন সাবেক কর্মকর্তা। সরকারি নজরদারি কর্মসূচির বিবরণী থেকে নথি ফাঁস করা🌞র পরে যুক্তরাষ্ট্রের সাজা এড়াতে ২০১৩ সাল থেকে রাশিয়ায় বসবাস করছেন ⭕তিনি।

তার প্রকাশিত নথিগুলি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালিত অভ্যন্তরীণ ☂ও আন্তর্জাতিক নজরদারি অভিযানের বিস্তারিত তথ্য ফাঁস করে দেয়। ২০২০ সালে তাকে রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল।

সে বছর মার্কিন আদালতে স্নোডেনের নথি প্রকাশের ঘটনা রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন বলে রায় দেওয়া হয়। আর মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা প্রকাশ্🅘যে দাবি করেন, স্নোদেনের প্রকাশিত সব তথ্য মিথ্যা।

সে সময় তিনি বলেছিলেন,ඣ তিনি তার মার্কিন নাগরিকত্ব ত্যাগ না করেই রাশিয়𒆙ার নাগরিকত্বের পেতে চান। সোমবার তাঁর দ্বৈত নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হল।