জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিকꦛ্রিয়ার আয়োজন শুরু হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে চার হܫাজার অতিথির সঙ্গে বিশ্বের অন্তত ৫০টি দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন রাজধানী টোকিওতে।
তবে তাদের আগেই হাজির হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী। আন্দোলনরত জাপানিরা আয়োজনস্থলের বাইরে জড়ো হচ্ছে রাষ্ট্রীয় খরচে এই ব্ඣযয়বহুল আয়োজনের নিন্দা জানিয়েছেন।
মঙ্গলবারের এই অন✱ুষ্ঠানে♈ নিরাপত্তার জন্য প্রায় ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আবের সুরক্ষায় ত্রুটির কথা স্বীকার করলেও হামলার পর থেকে জাপানজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করেছে পুলিশ।
৬৭ বছর বয়সী রাজনীতিবিদ আবে জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রꦡী। জুলাইতে একটি নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে আবের গঠন করা জোট গঠন জাপানের সংবিধান ও রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে আস🍎ে।
তার শেষকৃত্যে অন্তত ১৬৫ ক🀅োটি ইয়েন ব্যয় করবে জাপান সরকার। তবে জনগণের অর্থে এই আয়ো𝔉জন দেশজুড়ে সমালোচনার সম্মুখীন হয়েছে।