উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরে বেরিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। তারই অংশ হিসেবে শনিবার (২৪ সেপ্টেম্বꦉর) সৌদি আরব পৌঁছান তিনি।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানায়, জ্বালানির জন্য রাশিয়ার বিকল্প উৎস খুঁজতেই ওলাফের এই সফর। ⭕সৌদিতে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন। তবে তারা কী কী বিষয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি। এরপর সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফরে যাবেন ওলাফ।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থায়ন বন্ধের প্রয়াসে মস্কোর জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা জোট ও ইউরোপ। তবে রাশিয়া��র জ্ব♎ালানির ওপর নির্ভরশীল ইউরোপিয়ান দেশগুলো এখন উভয় সংকটে পড়েছে।
আসন্ন শীতে বিদ্যুতের ব্যবহার বাড়বে ইꦜউরোপে। ফলে সংকট মোকাবিলায় আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইউরোপিয়ান দেশগꦛুলো।
ইউরোপে গ্যাসের🍌 দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এবং জ্বালানি সরবরাহের অনিশ🍃্চয়তার কারণেই শীতকালে জ্বালানি সংকটের আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিমা দেশগুলো দাবি করছে রাশিয়া জ্বালানিক🎐ে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে এরই মধ্যেই শীতে প্রয়োজনীয় জ্বালানির ৯০ শতাংশ মজুত করেছে জার্মানি। যার বেশিরভাগই চীন থেকে আমদানি করা হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির খোঁজ চালাচ্ছে তারা।