অস্ত্র না দেওয়ায় ইসরায়েলের উপর ক্ষুব্ধ জেলেনস্কি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৪:৫০ পিএম

রাশিয়ার আক্রমণ মোকাবেলায় কিয়েভকে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী সামরᩚᩚᩚᩚ🐽ᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚিক প্রযুক্তি দিতে না পারায় ইসরায়েলের উপর ক্ষোভ ঝেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

ফরাসি সাংবাদিকদের সঙ্গে একটি সাক্ষাত্কারে তিনি𝓡 বলেন, “আমি জানি না ইসরায়েলের কী হয🧸়েছে। আমি সত্যিই হতবাক। আমি বুঝতে পারছি না তারা কেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারছেনা।”

শনিবার প্র🃏েসিডেন্ট অফিস♏ এ বক্তব্যের রেকর্ডিং প্রকাশ করেছে।

ফেব্রুয়ারিতে য💫ুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন দেশের কাছে অস্ত্র চাইছেন প্রꦗেসিডেন্ট জেলেনস্কি। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার পাবারও আশা জানিয়েছেন তিনি।

মার্চ মাসেও অস্ত্র প্রেরণে অনিচ্ছার জন্য ইস﷽রায়েলকে নিন্দা করেছিলেন তিনি। সেসময় ইসরায়েল বলেছিল যে তারা ইউক্রেনকে যতটা সম্ভব সাহায্য ജকরবে। 

যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার আগ্রাসনের নিন্দা করছে ইসরায়েল। তবে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠিয়ে জনগণের প্রতি সমর্থন প্রকাশ করলেও রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় যোগ দেয়নি দেশটি। এছাড়া🐻ও ন্যাটো জোটের দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিলেও ইসরায়েলের ꧑কাছ থেকে তাতে সাড়া দেয়নি।