রানি এলিজাবেথের চেয়েও শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বেশি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৬:৩৪ পিএম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া অন♍ুষ্ঠিত হতে চল𒁏েছে আগামী সপ্তাহে।

তবে দেশটির জনগণ এই অনুষ্ঠান🍬ের অতিরিক্ত ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তীব্র সমালোচনার মধ্যে পཧড়েছে সরকার।

এনডিটিভি জানায়, অন্ত্যেষ্টিক্রিয়ার এই আয়োজনে জাপান সরকার প্রায় ১৬৬ কোটি ইয়েন ব্যয় করবে। যা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক💟্রিয়ার 🍬খরচের চেয়েও বেশি।

সরকারি অর্থায়নে আবের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে জাপানে বিক্ষোভেরও ꦿসূত্রপাত হয়েছে। অনেকেই এই অনুষ্ঠানের বিরোধিতা করছে।

𝔍আবে ও এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের মধ্যে একটি তুলনা দেখা যায়, জাপানি মুদ্রায় রানির শেষকৃত্যের আনুমানিক খরচ আবের চেয়ে প্রায় ১৩০ কোটি ইয়েন কম ছিল।

গার্ডিয়ানের এক প্রতিব♚েদন অনুসারে, জাপান সরকার এই রাষ্ট্রীয় অন্ত্🃏যেষ্টিক্রিয়ার আনুমানিক ব্যয় ধরেছিল ২৫ কোটি ইয়েন।

তবে নিরাপত্তার জন্য আরও প্রায় ৮০ কোটি ইয়েন ও অতিথিদের মেহমানদারির জন্য আরও ৬০ কোটি ইয়েন🉐 ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে।