নিজের মৃত্যুসনদ হারিয়ে বিজ্ঞাপন দিলেন এক ব্যক্তি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৫:২২ পিএম

প্রতিদিন নানা বিজ্ঞাপনে আমাদের চোখ আটকে যায়। 🌞আবার অনেক বিজ্ঞাপন আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় এড়িয়ে যাই। তবে সম্প্রতি এমন একটি বিজ্ঞাপন পত্রিকায় এসেছে, যা ঝড় সৃষ্টি করেছে ইন্টারনেট দুনিয়ায়।

এনডিটিভি জানায়, ভারতের আসাম রাজ্যের একটি পত্রিকায় চলতি মাসে একটি ছোট বিজ্ঞাপন ছাপা হয়। সেখানে রণজিৎ কুমার চক্রবর্তী নামের এক ব্যক্তি জানান গত ৯ সেপ্টেম্বর তার মৃত্যুসনদ হারিয়ে গেছে। বিজ্ঞাপনে মৃত্যুসনদের রেজিস্ট্রেশন ও সিরিয়াল༒ নাম্বারও উল্লেখ ছিল।

সম্প্রꦓতি ভারত পুলিশের অফিসার 🍨রুপিন শর্মা টুইটারে ওই ছবি পোস্ট করার পর ভাইরাল হয় সেটি। টুইট বার্তায় তিনি লেখেন, “এমন ঘটনা কেবল ভারতেই সম্ভব।”

তিনি মজা করে লিখেছেন, হয়তো স্বর্গ থেকে কেউ সাহায্য চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। সনদটি খুঁজে পেলে স্বর্গে ন♚া নরকে কোথায় ফেরত পাঠাতে হ𒁃বে জানতে চেয়েছেন অন্য আরেকজন।