দুর্নীতির দায়ে চীনে দুর্নীতি দমন কমিশনের প্রধানের কারাদণ্ড

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৪:৪৮ পিএম

চীনের দুর্নীতিবিরোধী অভিযানের নেতৃত্ব দানকারী সাবেক আইনমন্ত্রী ফু জেংহুয়াকে ঘুষের নেওয়ার জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবিসি জানায়, ಌজুলাইꦉ মাসে ১ কোটি ১৭ লাখ ডলার ঘুষ ও উপহার গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

আগাম🐟ী মাসে কমিউনিস্ট পার্টির মহাসম্মেলনের আগে কর্মকর্তাদ🃏ের ধরপাকড়ের মধ্যেই দোষী সাব্যস্ত হলেন এই নেতা। চীনা গণমাধ্যমগুলো জানিয়েছে, মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করে তাকে দুই বছরের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডে দেওয়া হয়েছে।

চীনের ক্ষমতাসীন দল প🍃্রতি পাঁচ বছরে এক🐽বার এই মহাসম্মেলন আয়োজন করে। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিংকে তৃতীয় মেয়াদে দলের নেতৃত্ব ও ক্ষমতায় পুনর্বহাল করা হবে বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহে 🏅তিনজন সাবেক পুলিশপ্রধানের সাজার পর ফুর কারাদণ্ডের ঘোষণা আসে। এই চারজনই কেবল দুর্নীতির অভিযোগেই অভিযুক্ত নন, তাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট শির অবাধ্য হ🐻ওয়ারও অভিযোগ রয়েছে।

গত বছরের অক্টোবরে দলের অভ্যন্তরীণ নজরদারি সংস্থা তার বিরুদ্ধে শৃঙ্খলা ও জাতীয় 🔴আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু কর। পরে তাকে সরকারি দায়িত্ব থেকে বরখাস্ত এবং কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের আইনমন্ত্রী ছিল♊েন ফু। কর্মজীবনে তিনি পুলিশ সদস্য থেকে শুরু করে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।