ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের পরিবারে আসতে যাচ্ছে নতুন সদস্য। মা🐬 হতে চলেছেন তার স্ত্রী প্রিসিলা চ্যান। সম্প্রতি এক 𝓰ফেসবুক পোস্টে এই সুখবর জানিয়েছেন তারা।
জাকারবার্গ বলেন, “অনেౠক অনেক ভালোবা💛সা। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সামনের বছর ম্যাক্স ও অগাস্ট তাদের নতুন বোন পেতে যাচ্ছে।”
জাকারবার্গ (৩৮) ও চ্যান 🍒(৩৭) দম্পতির দুটি কন্যাসন্তান আছে। বড় মেয়ের নাম ম্যাক্সিমা। তার জন্ম ২০১৫ সালে। দ্বিতীয় মেয়ের নাম অগাস্ট। তার জন্ম ২০১৭ সালে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকার𓆉বার্গের পরিচয় হয়। ২০০৩ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১২ সালে বিয়ে করেন তারা।