জাতিসংঘে রাশিয়ার বিচার চাইলেন জেলেনস্কি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ১২:১৬ পিএম

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন ইউক্রেনের ꦐপ্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে দায়ী করে বলেন, অবশ্যই তাদের&nꦆbsp;‘ন্যায্য শাস্তি’ ভোগ করতে হবে।

বিবিসি জানায়, একটি রেকর্ডকৃত ভিডিওতে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে বিশেষ ট🌠্রাইব্যুনাল ও অভিযোগ গঠনের জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন এই নেতা।

এছাড়াও তিনি সামরিক সহায়তা ও বিশ্ব মঞ্চে রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য একটি প্রস্তাবও উত্থাপন করেছেন। তার ভাষণের পর অধিবেশনে উপস্থিত অনেকে দাঁড়িয়ে অভিবাদন জানা🌜ন।

বক্তব্যের শুরুতে রাশিয়াকে ‘অন্যায় যুদ্ধ’ ডেকে বিশ্বে ‘বিপর্যয় ও অশান্তি’ সৃষ্টি করার জন্য অভি🌼যুক্ত করেন জেলেনস্কি। এছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৩ লাখ অতিরিক্ত সেনা মোতায়েনের আহ্বানের ঘটনায় ক্ষোভ জানান। জেলেনস্কি বলেন এই ♈পদক্ষেপ এটাই দেখিয়েছে যে রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহী নয়। 

রাশিয়ার সঙ্গে যোগদানের বিষয়ে ইউক্ไরেনে গণভোট আয়োজনের পরিকল্পনারও নিন্দা করেছেন এই নেতা। মঙ্গলবার জাতিসংঘে পশ্চিমা নেতারাও রাশিয়ার পরিকল্পনার নিন্দা জানান।