তুরস্কের তৈরি ২০ টি ܫসশস্ত্র ড্রোন কিনেছে সংযুক্ত আরব আমিরাত। রয়টার্স জানায় এই ড্রোনগুলো যুদ্ধে পরীক্ষিত এবং আগামীতে আরও ড্রোন🎶 কিনতে পারে আমিরাত।
সিরিয়া, ইউক্রেন ও লিবিয়ার সংঘাতে তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বায়কার নির্মিত ড্রোন কার্যকর প্রমাণিত হওয়ার পর এগুলোর আন্তর্জাতিক চাহিদা 🙈বেড়েছে।
তুরস্কের একটি সূত্র জানিয়েছে, আঙ্কারার কাছ থেকে আবুধাবি ও রিয়াদ বা﷽য়রাখতার টিবি২ ড্রোন কিনতে আলোচনা করছে। আলোচনার ফল হিসেবে এই মাসের শুরুতে আমিরাতের কাছে ২০টি ড্রোন বিক্রি করা হয়েছে।
সিনিয়র 💖এক তুর্কি কর্মকর্তা নিশ্চিত করেছেন, আমিরাতের কাছে কয়েকটি ড্রোন সরবরাহ করা হয়েছে। আধুধাবি আরও ড্রোন কিনতে চাইছে। সৌদি আরবও এসব ড্রোন চেয়েছে।