গায়ে আগুন দিয়ে শিনজো অ্যাবের শেষকৃত্য আয়োজনের প্রতিবাদ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০২:২৭ পিএম

জুলাই মাসে বন্দুক হামলায় নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বꦕর। এতে জাপানিদের সঙ্গে শতাধিক বিদেশি অতিথি উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে রাজধানী টোকিওতে চলছে প্রস্তুতি। তবে রাষ্ট্রীয় খরচে অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের বিরোধিতা করছেন অনে🌠কেই। এর প্রতিবাদে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন বলে জানা গেছে।

বিবিসি জানায়, বুধবার প্রত্যক্ষদর্শীরা টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক ব্যক্তিকে নিজের গায়ে আগুনে দিতে দেখে 𒉰পুলিশকে খবর দেন। কর্মকর্তারা এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই ব্যক্তির বর্তমান অবস্থা জানা যায়নি। জাপানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তꦰির 🦋বয়স ৭০-এর কাছাকাছি।

প্রতিবাদের বিষয়ে এখনো ক💝োনো মন্তব্য করেনি জাপান সরকার। সাম্প্রতিক মাসগুলোতে জাপানে রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন নিয়ে জনসাধারণের মধ্যে অসন্তোষ বাড়ছে।

গত ৮ জুলাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রচার সমাবেশে গুলিবিদ্ধ হন সাবেক প্রধানমন্ত্রী অ্যাবে। রাজ꧃নৈতিক সহিংসতা ও বন্দুক হামলার এমন ঘটনা দেশটিতে একেবারেই বিরল। তাই দেশটির দীর্ঘমেয়াদি প্রধান🍸মন্ত্রীর হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিকভাবেও নিন্দা করা হয়।

তবে জাপানে রাষ্ট্রীয় অন্ত্যেষ🍃্টিক্রিয়া প্রচলিত প্রথা নয়। তাই বিক্ষোভকারীরা বলছেন ১ কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে এই অনুষ্ঠান আয়োজন কেবল সরকারি তহবিলের অপচয়। দেশটির প্রধান বিরোধী দলও আগামী সপ্তাহের অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়েছে।