৮ মাসে জাকারবার্গের লোকসান ৭১০০ কোটি ডলার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৩:৫৩ পিএম

মার্কিন প্রযুক্তিবিদ ও মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের বছরটা খুব একটা ভালোജ যাচ্ছে না। 

নতুন প্রযুক্তি প্ল্যাটফর্ম মেটাভার্সে বিনিয়োগ করে চড়া মূল্য দিতে হচ্ছে ফেসবুকের নি▨র্মাতা জাকারবার্গকে। বছরের প্রথম সাত মাসে এ পর্যন্ত ৭ হাজার ১০০ কোটি ডলার লোকসান গুনেছেন তিনি।

এমনকি ব্লুমবার্গের শীর💎্ষ ধনীর তালিকাতেও পিছিয়ে গেছেন ৫৫ হাজার ৯০০ কোটি ডলার মূল্যের সম্পদের মালিক জাকারবার্গ। ধনীদের তালিকায় এই মুহূর্তে তার অꦡবস্থান ২০তম।

২০১৪ সালের পর এটিই তার সর্বনিম্ন অবস্থ൩ান। অথচ মাত্র ২ বছর আগেও তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০ হাজার ৬০০ কোটি ডলার। ২০২১ সালের সেপ্টেম্বরে তা ১৪ ꩵহাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছিল।

এর ঠিক পরের মাসেই জাকারবার্গ মেটা চালু করেন। আর ফেসবুক ইনকর্পোরেটেড থেকে কোꦡম্পানির 𓂃নাম পরিবর্তন করে রাখা হয় মেটাভার্স।

তবে মেটাভার্সের আয়ের হিসেব বরাবরই হতাশাজনক। ফেব্রু🌄য়ারি থেকে শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটে কোম্পানিটির। ফলে জাকারবার্গের সম্পদ ৩ হাজার ১০০ কোটি ডলার কমে যায়।

এছাড়াও টিকটকের জনপ্রিয়তা আর বৈশ্বিক অর্থনৈতি✱ক মন্দার প্রভাবেও লোকসানে পড়ে মেটাꦆভার্স। আগামী তিন থেকে পাঁচ বছরও জাকারবার্গ লোকসানে থাকবেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।