শুরু হলো রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার মূল পর্ব

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ১১:০৪ এএম

১০ দিনের রাষ্ট্রীয় শোকের পর, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের মূল পꦇর্ব শুরু হয়েছে লন্ডনে। গার্ডিয়ান জানায়, নানা আনুষ্ঠানিকতা ও ঐতিহ্যের📖 মাধ্যমে সোমবার সবচেয়ে দীর্ঘমেয়াদী রানিকে শেষ বিদায় জানাবে ব্রিটেন।

দেশবিদেশের অতিথিদের সঙ্গে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্বনেতারা। ꦛলক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা নিয়েই চিরনিদ্রায় শায়িত হবেন রানি।

লন্ডনের ওয🐷়েস্টমিনস্টার অ্যাবেতে স্থানীয় সময় বেলা ১১টায় এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন ২ হাজার অতিথি। এছাড়া রাজধানীর সড়কগুলোতে লাখ লাখ মানুষের সমাগཧম হবে বলে আশা করা হচ্ছে।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রাজা চার্লস বলেন, “পুরো অনুষ্ঠানজুড়ে জনগণের অংশগ্রহণ ও শ্রদ্ধা নিবেদন ⛦তার ও পরিবারের সবার হৃদয় ছুঁয়ে গেছে।” এসময় রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বিবিসি জানায়, সোমবারের অনুষ্ঠানে বিদেশি রাজপরিবারের সদস্যরা ও বিশ্বনেতারা রানির পরিবারের সঙ্গে তাকে বি🐭দায় জানাবেন। বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষ এই পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখতে পাবেন।

পরে রানির কফিনটি অ্যাবে থেকে লন্ডনের হাইড পার্ক কর্নারে ওয়েলিংটন আর্চে নিয়ে যাওয়া হবে। সব শেষ🎐ে উইন্ডসর প্রাসাদে চূড়ান্ত পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সমাহিত করা হবে।