চীনে করোনা আক্র🤪ান্তদের পুনর্বাসন কেন্দ্রের 🐻একটি রোগী বহনকারী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আরোহীদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে।
বিবিসি জꦉানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও ২০ জন।
স্থাꦐনীয় সময় রব💛িবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এই দুর্ঘটনার কারণে চীনের ‘জিরো-কোভিড’ নীতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। অনলাইনꦏ মাধ্যমগুলোতেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দেশটিতে করোনা আক্রান্তদের গণপর൲ীক্ষার পাশাপাশি তাদের সংস্পর্শে আসা সবাইকে বাড়িতে বা পুনর্বাসন কেন্দ্রে আলাদা রাখা হয়। অনেকক্ষেত্রে মাত্র কয়েকনের করোনা আক্রান্তের ঘটনায় শহরজুড়ে লকডাউন দেওয়া হয়।
দুর্ঘটনার পর চীনা সামাজিক মাধ্যম উইচ্যাটে অনেকেই মন্তব্য💎 করে বলেন, “আমরা সবাই সেই বাসেরই যাত🔜্রী।” জিরো কোভিড নীতি বন্ধেরও আহ্বান জানান অনেকে।
গুইঝো প্রদেশটিতে বর্তমানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দဣেখা যাচ্ছে। শনিবার সেখা▨নে নতুন করে আক্রান্ত হন ৭১২ জন। যা চীনের জন্য মোট দৈনিক সংক্রমণের প্রায় ৭০ শতাংশ।