নেপালের আচ্ছাম জেলায় ভূমিধসে এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। পাঁচটি ঘর মাটিচাপা প🌜ড়ার ঘটনায় এর আগে ১৪ জনের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছিল।
এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রবল বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এমন ঘটনা নেপালে প্রায়ই ঘটে।&ඣnbsp;
২০২২ সালে এখন পর্যন্ত আকস্মিক বন্যা এবং ভূমিধ💞সে নেপালে মারা গেছেন ৭০🦹 জন এবং নিখোঁজ আছেন আরও ১৩ জন।
রাজধানী কাঠমান্ডু ꦯথেকে🍒 আচ্ছাম জেলাটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানায়, উদ্ধারকর্মীরা কাদামাটি সরিয়ে মৃত ও আহতদের তুলে এনেছেন।
উদ্ধার হওয়া ব্যক্🔯তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।