সদ্য প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিযাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দ🧸েবেন বিশ্ব নেতারা। সেই উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা🎀 তৈরি করেছে লন্ডন পুলিশ।
বিবিসি জানায়, রানিকে বিদায় জানানোর এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। সেখানে উপস্থিত থাকবেন অনেকগুলোর দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। ফলে ঝুঁক🉐ি থাকবে সন্ত্রাসী হামলার।
এই প্রেক্ষাপট বিবেচনায় রাস্তার ম্যানহোল থেকে 𝔍বাড়ির ছাদ সব জায়গায় থাকবে পুꦅলিশ। তল্লাশী করা হবে সবকিছু।
সোমবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য সেই আয়োজনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী⭕, জাপানের রাজা-রানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কাতার, ইসরায়েল, ভুটানসহ বিভিন্ন দেশের নেতারা লন্ডনে যাচ্ছেন।
ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানিকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানাতে যাবেন বিশ্ব নেতারা। তাই অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু সামনে এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেছে পুলিশ।