ইরাকী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৪ তুর্কি সেনা নিহত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৩:০৭ পিএম

উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে📖 বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সদস্যদের বিরুদ্ধে অভিযানের সময় চার তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

তুরস্কের দক্ষিণ সীমান্তে অবস্থিত এসব এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই আক্রমণের চালায় তুরস্ক। 𒐪রব🀅িবার গভীর রাতে তুরস্ক ক্ল-লক নামে একটি আন্তঃসীমান্ত এলাকায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এই অঞ্চলে এখনও অভিযান চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

১৯৮৪ সﷺালে তুরস্কের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ শুরু করে পিকেকে। প্🔴রথমে স্বাধীনতা ও পরে স্বায়ত্তশাসনের দাবিতে যুদ্ধ অব্যহত রাখে তারা। এই সংঘাতে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ‘সন্ত্রাসী 🐭গোষ্ঠী’ হিসাবে বিবেচনা করে। এপ্রিল মাসে উত্তর ইরাকের পিকেকে-এর আস্তানা লক্ষ্য করে অপারেশন ক্ল-লক শুরু করে তুরস্ক।

যদিও আঙ্কারার এই সামরিক অ♈ভিযানের তীব্র সমালোচনা করে ইরাক সরক𝓰ার। তুরস্কের বিরুদ্ধে ইরাকের সার্বভৌমত্বের অসম্মান করারও অভিযোগ করেছে তারা।

ইরাকি কর্তৃপক্ষ জানায়,🌞 তুরস্ক ইরাকের সার্বভৌমত্ব ‘স্পষ্টভাবে লঙ্ঘন করেছে’। জুলাইয়ে দুহোক প্রদেশের একটি রিসর্টে হামলার জন্য তুরস্ককে দায়ী করে ইরাকের। এ হামলায় আটজন নিহত হয়। ঘটনার পর আঙ্কারার রাষ্ট্🔥রদূতকে তলব করে ক্ষোভ জানায় বাগদাদ।