মার্কিন সেনাদের পরিত্যাক্ত হেলিকপ্টার চালাতে গিয়ে নিহত ৩ তালেবান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:২৬ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক অনুশীলনের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হেলি🍸কপ্টারটি তালেবান সেনারা প্রশিক্ষণের জন্য ব্যবহার করছিল। দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি জানান, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে প্রশিক্ষণ🦩ের জন্য ব্যবহৃত একটি মার্কিন ব্ল্যা🅺ক হক হেলিকপ্টার প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এতে আরও পাঁচজন আহত হয়েছে বলে যোগ করেছেন তিনি।

এক বছর আগে বিদেশি সেনারা দেশ ছাড়ার পঅর ক্ষমতা দখল করে তালেবানরা। সেসময় ไতারা বেশ কয়েকট💃ি মার্কিন বিমানও নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

তবে এর কতগুলো এখনও সচল আছে তা স্পষ্ট নয়। মার্কিন বাহিনী আফগানিস্ജতান ছেড়ে যাওয়ার সময় অনেক সামরিক সরঞ্জাম নষ্✨ট করে রেখে গেছে। যদিও আফগান বাহিনী এর মধ্যে কয়েকটি হেলিকপ্টার উড়াতে সক্ষম হয়েছে।

এছাড়াও আফগানিস্তানের স্পেশাল ইন্সপেক😼্টর জেনারেলের মতে, ২০০২ থেকে ২০১৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্র আফগান সরকারকে অস্ত্র, গোলাবারুদ, যানবাহন, নাইট-ভিশন ডিভাইস, বিমান ও নজরদারি ব্যবস্থাসহ ২ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা সামগ্রী ও পরিষেবাগুলি হস্তান্তর করেছে।