প্রয়াত ব্রিটিশ🧸 রানি দ্বিতীয় এলিযাবেথকে সম্মান প্রদর্শন করে যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত কয়েকটি দেশ নিজেদের মুদ্রিত টাকা ও কয়েনে তার ছবি ছাপিয়ে আসছে অনেক বছর যাবত। শনিবার (১০ সেপ্টেম্বর) তৃতীয় চার্লসকে নতুন রাজা হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য।
তাহলে রানির ছবিযুক্ত টাকাগুলোর কী হবে এখন?
একসময় রানি এলিযাবেথের ছবি ছাপা হতো প্রায় ৩৩টি ভিন্ন ভিন্ন মুদ্রায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর হিসাবে যা বিশ্ব রেকর্ড। তবে বর্তমানে যুক্তরাজ্য, 💞অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ব্রাজিলসহ ছোট কয়েকটি জাতিরাষ্ট্র নিজেদের মুদ্রায় রানির ছবি ব্যবহার করছে।
সর্বপ্রথম দ্বিতীয় এলিযাবেথের ছবি টাকায় ব্যবহার করে কানাডা, ১৯৩৫ সালে। তবে তখন তিনি সবে আট বছরের রাজক💙ন্যা। সেসময় ইংল্যান্ডের রাজা ছিলেন রানির দাদা পঞ্চম জর্জ। এরপর রাজা হয়েছিলেন রানির পিতা ষষ্ঠ জর্জ। রানির চাচা রাজা হতে অস্বীকৃতি জানানোয় সিংহাসন পেয়েছিলেন তার বাবা। দ্বিতীয় এলিযাবেথ স��িংহাসনে বসেন ১৯৫২ সালে। ১৯৫৪ সালে সর্বপ্রথম ২০ ডলার নোটে রানির ছবি ব্যবহার করে কানাডা।
যুক🎐্তরাজ্যের টাকায় প্রথম রানির ছবি ছাপা হয় ১৯৬০ সালে। ব্রিটিশ ব্যাংক নোটে তার ছবিই প্রথম ছাপা হয়েছিল। তবে ব্রিটিশ কয়েনে রাজা রানিদের ছবি ব্যবহার করা হচ্ছে এক হাজার বছরেরও বেশি সময় ধরে।
এখন ২০২২ সালে আবার নতুন রাজা পেয়ে𓃲ছে যুক্তরাজ্য ও কমনও🗹য়েলথভুক্ত দেশগুলো। তাই প্রশ্ন ওঠছে টাকায় রাজার ছবি আসবে কখন ও কীভাবে? রানির ছবিযুক্ত টাকা কি বাতিল হয়ে যাবে?
আল-জাজিরা জানিয়েছে, কোনো দেশই বাজারে বা মজুত থাকা রানির ছবিযুক্ত টাকা বা কয়েন বাতিল ক🍃রবে না। শুধু রানির ছবি থাকায় বা নতুন রাজা আসায়꧂ আগের মুদ্রা বাতিল করাকে যুক্তিযুক্ত মনে করছে না তারা। বরং মজুত থাকা মুদ্রা বাজারে ছাড়ার পর নতুন মুদ্রা ডিজাইন করার সময় রাজা চার্লস এর ছবি ব্যবহার করা হবে। যা সময়সাপেক্ষ ব্যাপার।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে রানির ছবিযুক্ত মুদ্রা বৈধ মুদ্রা হিসেবেই চলতে থাকবে। মুদ🌜্রায় রাজার ছবিও আসবে। তবে তাৎক্ষণিকভাবে তা হচ্ছ🅠ে না।
তবে নতুন মুদ🌳্রায় দেখানো হবে রাজার চেহারার বামপাশ। যেখানে রানির চেহারার ডানপাশ দেখানো হচ্ছিল গত ৭০ বছর যাবত। কারণ নিয়মানুসারে, মুদ্রায় নতুন রাজা বা রানির ছবি থাকবে আ𝔉গের রাজা বা রানির ছবির বিপরীত দিকে।