যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিযাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। এই সংবাদ পাওয়ার পর তাকে দেখতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে যাচ্ছেন পরিবারের সদস🍰্যরা।
বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৯৬ বছর বয়সী রানি এলিযাবেথক🔥ে ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
রয়টার্স জানায়, অবস্থা গুরুতর না হলে সাধারণত এমন বিবৃতি প্রকাশ করা হয় না। এর আগে রানি করোনায় আক্রান্ত হওয়ার পর এমন বিবৃতি প๊াওয়া যায়।
রানি এলিযাবেথ বালমোরাল দুর্গ প্রাসাদে গ্𝓰রীষ্মকালীন অবকাশের জন🍬্য অবস্থান করছেন এবং সেখানে তার কোনো অসুবিধা হচ্ছে না বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
রানির অসুস্থতার খবর শুনে তার সুস্থতা কামনা করেছেন সদ্য নির্বাচিত প্রধনমন🥃্ত্রী লিজ ট্রাস এবং অন্যান্য রাজনীতিকরা।
গত অক্টোবর থেকেই শারীরিক সমস্যাজনিত কারণে জনসমাগম এড়িয়ে চলতে হয় সিংহাসনে ৭০ বছর 🐓পূর্ণ ♛করা রানিকে। তবুও মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নতুন প্রধানমন্ত্রীর অভিষেক করেছেন তিনি।
অভিষেক অনুষ্ঠান সাধারণত বাকিংহাম প্রাসাদে হলেও এবার তা বালমোরাল প্রাসাদে অনুষ্ঠি🥃ত হয়েছে।