চার্জার না দেওয়ায় অ্যাপলকে জরিমানা করল ব্রাজিল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৭:৫৫ পিএম

ফোনের সাথ✱ে চার্জার না দেওয়ায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ২৪ লাখ ডলার জরিমানা করেছ🎉ে ব্রাজিল সরকার। এনডিটিভি জানায়, অ্যাপলের এমন নীতিকে বৈষম্যমূলক আচরণ হিসেবে দেখছে দেশটি।

ব্রাজিলের ন্যায় ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় অ্যাপলকে এই অর্থ পরিশোধ করার আদেশ দিয়েছে। পাশাপাশি দেশটিতে🥂 চার্জার ছাড়া যেকোনো ধরণের আইফো꧋ন অনির্দিষ্টকালের জন্য বিপণন বন্ধ রাখতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

অ্যাপল কর্তৃপক্ষ বলেছে তারা ‘পরিবেশগত প্রতিশ্রুতির’ খাতিরেই আইফোনের সা🅷থে চার্জার দ🎀েওয়া বন্ধ করেছ।

তবে অ্যাপলের এমন প্রতিশ্রুতিকে অকার্যকর বিবেচনা করে ব্রাজিল বলছে, “আমরা তো ব্রাজিলের মাটিতে অ্যাপলের এই পরিবেশ বাঁচানোর প্রতিজ্ঞার কোনো কার্যকর প্রতিফলন দে🌳খতে পারছি না। এসব কথা বলে তারা ক্রেতাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে।”

ব্রাজিল বলছে কার্বন নিঃসরণ কমাতে অ্যাপলের এই পদক্ষেপের কোনো পরীক্ষিত প্রমাণ নেই। প্রতিষ্ঠানটি 𒅌এসব প্রতিশ্রুতির আড়ালে চার্জারের আলাদা বাজার তৈরি করছে।

‘অসম্পূর্ণ পণ্য বিক্রি’, ‘ক্রেতাদের সাথে বৈষম্য’ এবং ‘অন্য প্রতিষ্ঠানের ওপর দোষ চাপিয়ে দেওয়া’ ইত্ඣযাদি অভিযোগে গত ডিসেম্বর থেকেই অ্যাপলের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ব্রাজিল।