উদ্বোধনের সময় কর্মকর্তাদের ভারেই ভেঙে পড়ল সেতু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০৫:১০ পিএম

আফ্রিকার দেশ🧔 ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) একটি সদ্য নির্মিত সেতু ধসে গেছে। কর্মকর্তারা এটি উদ্বোধন করতে এলে তাদেরসহই ধসে পড়ে সেতুটি।

স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেস নিউজ এজেন্সি জানায়, বর্ষাকালে স্থানীয়দের নদী পার হতে সাহায্য করার জন্য ছোট সেতুটি তৈরি করা হয়েছিল। আগে সেতুটির অস্থায়ী কাঠামোটি প্রায় সময়ই ভেঙে পড়ত। তাই নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে💜 কর্তৃ𝓀পক্ষ।

ভিডিওতে দেখা যায়, কর্মকর্তা ও অতিথিদের উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন সেতুর ওপর দাঁড়িয়ে আছেন। সেতুর এক প্রান্তে লাল ফিতা কেটে তারা এর উদ্বো🅷ধন করতে আসেন।

এক নারী কর্মকর্তা ফিতা কাটতে কাঁচি বের করার সঙ্গে সঙ্গেই কর্মকর্তাদের ভারে সেতুটি ভ✅েঙে দুই ভাগ হয়ে যায়। দুর্ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। সেতুর নির্মাণকৌশল নিয়ে প্🐟রশ্ন তুলেও হাসিঠাট্টা করছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, ভেঙে পড়া সেতুর এক প্রান্তে ঝুলে ওপরে ওঠার জন্য সাহায্য চাইছেন ওই নারী কর্মকর্তা। নিরাপ𝐆ত্তাকর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে টেনে ওপরে তোলেন।

সরকারি প্রতিনিধিদলের বাকি সদস্যরা সেতুতে ঝুলে থাক🌊ল🐬েও সৌভাগ্যক্রমে কেউ নদীতে পড়েননি।